ইউআইটিআরসিই, রামপাল, বাগেরহাট কাযলয়ে সর্ব প্রথম ২০১৫-২০১৬ অর্থ-বছর থেকে শিক্ষক-কর্মচারীদের ১৫ দিন ব্যাপী ‘‘ Basic ICT Training for Teachers’’ শিরোনামে বেসিক আইসিটি প্রশিক্ষণ চালু হয় এবং ২০১৮-২০১৯ অর্থ-বছর থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ০২ জন শিক্ষককে ১৫ দিন ব্যাপী ‘‘Computer Hardware Maintenance and Troubleshooting’’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সর্বশেষ ২০২১-২০২২ অর্থ-বছর থেকে ০৬ দিন ব্যাপী “Training on Interactive Online Teaching and Live Class Management” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস