বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স বিষয়ক প্রশিক্ষণ:
ইউআইটিআরসিই, রামপাল, বাগেরহাট কার্যালয়ে ২০১৫-২০১৬ অর্থ বছরে ০৯ টি, ২০১৬-২০১৭ অর্থ বছরে ২২টি, ২০১৭-২০১৮ অর্থ বছরে ০৬ টি, ২০১৮-২০১৯ অর্থ বছরে ০৮ টি, ২০১৯-২০২০ অর্থ বছরে ০২ টি, ২০২০-২০২১ অর্থ বছরে ০৫ টি এবং ২০২৩-২০২৪ অর্থ বছরে ০৪ টি ব্যাচসহ মোট ৫৬ টি ব্যাচে ১৩৪৪ জন শিক্ষকে ‘‘বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স’’ বিষয়ক প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে ।
কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ:
ইউআইটিআরসিই, রামপাল, বাগেরহাট কার্যালয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরে ০৪ টি ব্যাচ, ২০২০-২০২১ বছরে ০১ টি ব্যাচসহ মোট ০৫ টি ব্যাচে ১২০ জন শিক্ষককে ‘‘Computer Hardware Maintenance and Troubleshooting’’ বিষয়ক প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে ।
Training on Interactive Online Teaching and Live Class Management বিষয়ক প্রশিক্ষণ:
ইউআইটিআরসিই, রামপাল, বাগেরহাট কার্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ০৮ টি ব্যাচ, ২০২২-২০২৩ বছরে ০৪ টি ব্যাচসহ মোট ১২ টি ব্যাচে ২৮৮ জন শিক্ষককে ‘‘Training on Interactive Online Teaching and Live Class Management’’ বিষয়ক প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে ।
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনঃ
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৫ টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন ও অনলাইন এ ভোটের ফলাফল সফলভাবে প্রেরণ নিশ্চিতকরণ।
বার্ষিক শিক্ষা জরিপঃ
২০১৭ সাল থেকে অদ্যাবধি রামপাল উপজেলাধীন ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা জরিপের তথ্য ব্যানবেইস সার্ভারে সফলভাবে প্রেরণ ও তথ্যের সঠিকতা যাচাই।
শিক্ষা প্রতিষ্ঠানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়(GIS SURVEY):
২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের GIS SURVEY এর মাধ্যমে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় এবং গুগল ম্যাপে অন্তর্ভুক্তিকরণ।
ইন্টারনেট সেবাঃ
ইউআইটিআরসিই, রামপাল এর লোকাল সাইবার সেন্টার এর মাধ্যমে ৯৬ জন শিক্ষককে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ২৫০ জন শিক্ষককে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস