Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের ( বছরপ্রধান অর্জনসমূহ :

“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে রামপাল আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কাজ করে যাচ্ছে।

পরিসংখ্যান ডাটা সংগ্রহ:

UITRCE, উপজেলাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, গত ২০২১, ২০২২ ও ২০২৩ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর রামপাল উপজেলার প্রায় ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস এর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।

আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: 

গত তিন বছরে UITRCE, উপজেলাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, এ মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/মাদ্রসা স্তরের ২১৬  জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আই.সি.টি. বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে নতুন করে “কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ২৪ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং এই ০৩ বছরে ১২ টি ব্যাচে ২৮৮ জন শিক্ষককে ‘‘Training on Interactive Online Teaching and Live Class Managemen’’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।  

ই-সেবা: 

ইউআইটিআরসিই, উপজেলাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, গত ২০২১, ২০২২ ও ২০২৩ সনে ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।

 ২০২৩-২০২৪ অর্থবছরের প্রধান অর্জনসমূহ:

নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে UITRCE, উপজেলাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, দেশের শিক্ষার উন্নয়ন ও বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ এর পর টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় নির্দেশক কাঠামো (NSDES) ও পরিবীক্ষণের নিমিত্তে ব্যানবেইস কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে UITRCE, উপজেলা- রামপাল, জেলা- বাগেরহাট নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছে।

  • Online বার্ষিক শিক্ষা জরিপ এর মাধ্যমে উপজেলার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগৃহীত হয়েছে।
  • উপজেলা পর্যায়ে UITRCE তে প্রায় ৯৬ জন শিক্ষককে  বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
  • লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে ই-সেবা গ্রহীতার সংখ্যা অর্থবছরে ৫০ বৃদ্ধিকরণ।
  • সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (IEIMS) ও CRVS এর আলোকে স্টুডেন্টস প্রোফাইল প্রণয়ন ও ইউনিক আইডি প্রদানে ব্যানবেইস কর্তৃক গৃহীত কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করা।
  • শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সেবা।